অসহায়দের শিশুদের নতুন জামা বিতরণ!

10524590_430544943754705_2820274936617659233_n

শাহজাদপুর সংবাদঃ শাহজাদপুরের কিছু তরুণ  ঈদ এর আনন্দ ভাগাভাগি করার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী নতুন জামা কিনে অসহায় শিশুদের মাঝে বিতরণ করেন।  শাহজাদপুর সংবাদ ডট কম এর পক্ষ থেকে তাদের এ ধরণের উদ্যেগকে  স্বাগত জানাচ্ছে। এধরণে কার্যকলাপে শাহজাদপুর সংবাদ যেকোন ভাবে পাশে থাকার অঙ্গীকার করছে।


ছবি ও সংবাদ সূত্রঃ  https://www.facebook.com/pages/Beautiful-shahzadpur/1379187235637194