সাদুল্যাপুর এক যুবকের লাশ উদ্ধার-আটক ১

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদল্যাপুরে বাড়ির সেপটিক ট্যাংক থেকে রূপম মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপম মিয়া ওই গ্রামের নজরূল ইসলামের ছেলে। সে পলাশবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কাঁঠাল লক্ষীপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে সেপটিক ট্যাংকে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের বাবা নজরুল ইসলামের দাবি, রুপমের সঙ্গে তার চাচা আপেল মিয়ার পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আপেল মিয়া রুপমকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে। এদিকে, এ ঘটনায় আপেল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের স্বজন ও স্থানিয়রা। এসময় আপেল মিয়াকে (৪০) আটক করে পুলিশে সোর্পদ করেন তারা।