গাইবান্ধা প্রতিনিধিঃ রংপুর মহানগরীর ধর্মদাস সর্দার পাড়া এলাকায় এক সুন্দরী শ্যালিকাকে নিয়ে লম্পট দুলাভাই গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত কাল বিকেলে রংপুর মহানগীর ধমদাশ সর্দারপাড়া গ্রামে।এই ঘটনায় ৩ বছরের সন্তান মাহিমকে বিপাকে পড়েছে বড় বোন বিউটি বেগম।জানা গেছে, গত বছর আগে রংপুর মহানগরীর ধর্মদাশ সর্দারপাড়া গ্রামের আঃ লতিফের দ্বিতীয় কন্যা বিউটি বেগমের সাথে নগরীর আজিজুল্ল্যা পশ্চিম পাড়া এলাকার আঃ রহিমের পুত্র সেনা সদস্য মিজানুরের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। এর মধ্যে বিউটির কোলে আসে পুত্র সন্তান মাহিম। চাকুরী সুবাদে মিজানুর রহমান স্ত্রী বিউটি বেগমকে নিয়ে যশোরের কলাবাগান স্থানে বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।এদিকে ছোট বোন লাবনী আক্তারের এইচ এস সি পরীক্ষা শেষ করে বড় বোন বিউটি বেগমের যশোর সেনাবাহিনীর সরকারী কোয়ার্টারে যান। সেখানে যাওয়ার পর ছোট শ্যালিকা লাবনী আক্তার লতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মিজানুর রহমানের।এরই ধারাবাহিকতায় দুলাভাই মিজানুর রহমান সুন্দরী শ্যালিকাকে স্ত্রী বেউটি বেগমের চোখ ফাঁকি দিয়ে নিজের প্রেমে বস করে নেয়। এবং তাদের মধ্য