গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ কুমার চাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুরুল হক সেলিম, খোকন আহমেদ, গোপাল মোহন্ত, ক্লাবের নির্বাহী পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠানিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক শামীম রেজা ডাফরুল, ক্রীড়া সম্পাদক মোস্তাকিনুর রহমান মোবিন, সাহিত্য সম্পাদক মনজুর হাবীব মন্জু, নিবার্হী সদস্য প্রভাষক রাহেনুল হক সরকার, এবিএস লিটন, তাহেদুল ইসলাম, সাধারণ পরিষদের সদস্য বিষ্ণু নন্দী, এসএম রাসেল প্রমুখ। শেষে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ কুমার চাকীসহ সাধারণ পরিষদের অন্যতম দুই সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ হোসেন ফকুর আমেরিকা গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।