গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

001

শাহজাদপুর সংবাদ ডটকম : গাজা প্রশ্নে ব্রিটিশ সরকারের নীতিতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, গাজা প্রশ্নে সরকারের নীতি তার পক্ষে আর সমর্থন করা সম্ভব নয় বলে তিনি পদত্যাগ করছেন। তিনি তার ট্যুইটারে বলেন, তিনি ‘গভীর অনুশোচনা’ নিয়ে সরে যাচ্ছেন। লেডি ওয়ার্সি ২০১০ সালে ডেভিড ক্যামেরনের মন্ত্রী হন। তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী। এর আগে তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন। মঙ্গলবার তিনি টুইটারে বলেন, ‘আমি গভীর অনুশোচনায় আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছি। আমি গাজা প্রশ্নে সরকারের নীতি আর সমর্থন করতে পারছি না।তিনি গাজা সঙ্কট অবসানে আরো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।পাকিস্তানি অভিবাসীর মেয়ে ও

শাহজাদপুর সংবাদ ডটকম : গাজা প্রশ্নে ব্রিটিশ সরকারের নীতিতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, গাজা প্রশ্নে সরকারের নীতি তার পক্ষে আর সমর্থন করা সম্ভব নয় বলে তিনি পদত্যাগ করছেন। তিনি তার ট্যুইটারে বলেন, তিনি ‘গভীর অনুশোচনা’ নিয়ে সরে যাচ্ছেন। লেডি ওয়ার্সি ২০১০ সালে ডেভিড ক্যামেরনের মন্ত্রী হন। তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী। এর আগে তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন। মঙ্গলবার তিনি টুইটারে বলেন, ‘আমি গভীর অনুশোচনায় আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছি। আমি গাজা প্রশ্নে সরকারের নীতি আর সমর্থন করতে পারছি না।তিনি গাজা সঙ্কট অবসানে আরো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।পাকিস্তানি অভিবাসীর মেয়ে ওয়ার্সি ওয়েস্ট ইয়র্কশায়ারের ডিউসবুরিতে বেড়ে ওঠেন। রাজনীতিতে যোগ দেয়ার আগে আইনজীবী ছিলেন।ইসরাইল ৮ জুলাই গাজায় হামলা শুরু করে। ওয়ার্সি হামলার পর থেকেই তা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন।