এলাকার যুব সম্প্রদায়ের প্রশংসনীয় উদ্যোগ

এলাকার যুব সম্প্রদায়ের প্রশংসনীয় উদ্যোগ শাহজাদপুরে মেধাবিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে কবরস্থান উন্নয়ন


1

শাহজাদপুর সংবাদঃ মেধা বিকাশ ফাউন্ডেশন এর উদ্যোগে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী কবরস্থাসের মাটি ভরাটের কাজ চলছে। কয়েক যুগ ধরে কবরস্থানটি অবহেলিত ছিল। জন প্রতিনিধিরা নানা ওয়াদা করলেও যুগের পর যুগ চলে গেলেও বেলকুচী ও শাহজাদপুর সীমান্তবর্তী আগনুকালী গ্রামের ঐ কবরস্থানের কোন উন্নয়ন হয়নি। নিচুভূমিতে কবরস্থানটি হওয়ায় সামান্য বৃষ্টি ও বর্ষার পানি ডুবে যায় কবরস্থান এলাকা। এ কারনে মৃত লাশ নিয়ে ভোগান্তিতে পড়তে হয় গ্রামের বসবাসকারী প্রায় ৭ হাজার জনগোষ্ঠির। সম্প্রতি এলাকার যুবকদের প্রতিষ্ঠান মেধাবিকাশ কেন্দ্রের উদ্যেগে ক

এলাকার যুব সম্প্রদায়ের প্রশংসনীয় উদ্যোগ শাহজাদপুরে মেধাবিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে কবরস্থান উন্নয়ন

শাহজাদপুর সংবাদঃ মেধা বিকাশ ফাউন্ডেশন এর উদ্যোগে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী কবরস্থাসের মাটি ভরাটের কাজ চলছে। কয়েক যুগ ধরে কবরস্থানটি অবহেলিত ছিল। জন প্রতিনিধিরা নানা ওয়াদা করলেও যুগের পর যুগ চলে গেলেও বেলকুচী ও শাহজাদপুর সীমান্তবর্তী আগনুকালী গ্রামের ঐ কবরস্থানের কোন উন্নয়ন হয়নি। নিচুভূমিতে কবরস্থানটি হওয়ায় সামান্য বৃষ্টি ও বর্ষার পানি ডুবে যায় কবরস্থান এলাকা। এ কারনে মৃত লাশ নিয়ে ভোগান্তিতে পড়তে হয় গ্রামের বসবাসকারী প্রায় ৭ হাজার জনগোষ্ঠির। সম্প্রতি এলাকার যুবকদের প্রতিষ্ঠান মেধাবিকাশ কেন্দ্রের উদ্যেগে কবরস্থানের প্রায় ১/২ অংশ মাটি ভরাট কাজ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করার জন্য তারা স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করছে তারা।