পায়ে চোট পেয়েছেন তামিম

tamim_32878

শাহজাদপুর সংবাদ স্পোর্টস ডেস্ক :অনুশীলনে পায়ে চোট পেয়েছেন তামিম ইকবাল। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাট করার সময়ে ডান পায়ে চোট পান এই টাইগার ওপেনার। তাসকিন আহমেদের ইয়র্কার লেন্থের বল খেলতে গিয়ে চোট পান তামিম। বাকি সময়টুকুতে আর অনুশীলন করেননি তিনি। ব্যথার কারণে সোমবার এক্সরে করা হয়নি। এক্সরে করা হবে আজ। এরপরই জানা যাবে চোট কতটা গুরুতর। মঙ্গলবার অনুশীলন করবে পুরো স্কোয়াড। পরদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

শাহজাদপুর সংবাদ স্পোর্টস ডেস্ক :অনুশীলনে পায়ে চোট পেয়েছেন তামিম ইকবাল। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাট করার সময়ে ডান পায়ে চোট পান এই টাইগার ওপেনার। তাসকিন আহমেদের ইয়র্কার লেন্থের বল খেলতে গিয়ে চোট পান তামিম। বাকি সময়টুকুতে আর অনুশীলন করেননি তিনি। ব্যথার কারণে সোমবার এক্সরে করা হয়নি। এক্সরে করা হবে আজ। এরপরই জানা যাবে চোট কতটা গুরুতর। মঙ্গলবার অনুশীলন করবে পুরো স্কোয়াড। পরদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।