শাহজাদপুর সংবাদ ডটকম : গতকাল ২২শে শ্রাবন বুধবার কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ৭৩ তম মহাপ্রয়ান দিবস পালিত হয়েছে। সন্ধ্যা ৭ টায় রবিন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে আলোচনাসভা, নাচ ও সংগীত পরিবেশনের মাধ্যমে পালন করা হয় কবিগুরর মহাপ্রয়ান দিবস। এ উপলক্ষে প্রফেসর নাসিম উদ্দিন মালিথার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সন্দিপ কুমার সরকার, সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম, আঃ আজিজ প্রমুখ। আলোচনা শেষে কাজী শওকতের উপস্থাপনায় নৃত্য ও সংগীত পরিবেশন করেন শাহজাদপুরের বিভিন্ন শিল্পিবৃন্দ।
