শাহজাদপুর সংবাদ ডটকম টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার হুগরা ইউনিয়নের চরডিগ্রি হুগরা গ্রামেএ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হক সাহেব (৪৫)হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি গ্রামের হায়দার আলীর ছেলে। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সকালে হক সাহেব তার মোটরসাইকেল নিয়ে চরডিগ্রি হুগড়া গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ধরে একটি বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে হক সাহেবকে একটি খুঁটির সাথে বেঁধে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রেখে চলে যায়।তিনি জানান, পরে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, 'ঘটনাটির তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।'নিহতের ভাগ্নি ঝর্না আক্তার বলেন, তার মামা এলাকার ঝগড়া-বিবাদ মীমাংসা করতেন। সকালে একটি সালিশ মীমাংসার জন্য চরডিগ্রি হুগড়া গ্রামে যান তিনি। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
