শাহজাদপুর সংবাদ ডটকম তাড়াশ : তাড়াশে গণ ধর্ষনের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতা। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ২জনকে গ্রেফতার করেছে। মামলা সুত্রে জানাগেছে, তাড়াশ উপজেলার তালম কাচারী পাড়ার জহুরুল ইসলামের ছেলে রানা (২০)গত শুক্রবার দাওয়াত খাওয়ার কথা বলে রায়গঞ্জ উপজেলার কাবারী নাড়া গ্রামের ছোলেমানের কন্যা সেলিনা খাতুন (৩৮) কে রানীর হাটে নিয়ে আসে। সন্ধ্যার পর ভুটভুটি করে রানা সেলিনাকে তার নিজ বাড়িতে না নিয়ে তালম নগরপাড়া বাজারের বটতলায় পরিত্যাক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে তালম পদ্মপাড়ার হজরত আলী ছেলে আজাদুলসহ ৫-৬জন এসে সেলিনার হাত-পা বেধে পালাক্রমে ধর্ষন করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সুস্থ্য করে আবার ধর্ষন করে। তার চিৎকারে ওই বাজারে নাইটগার্ড মোন্নাফ এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে সেলিনা বিষয়টি নাইটগার্ড মোন্নাফকে জানায়। গতকাল শনিবার সেলিনা তাড়াশ থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক রানা ও আজাদুলকে গ্রেফতার করেছে। এব্যাপারে সেলিনা বাদী হয়ে ৫-৬ জানের নামে ধর্ষন মামলা দায়ের করেছে।
