শাহজাদপুর সংবাদ ডটকম কুষ্টিয়া : কুষ্টিয়ায় বাসে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া আখ ক্রয় কেন্দ্রের নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজ রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতপুর অভিমুখে ছেড়ে যাওয়া বাস হিসনা পরিবহন ওই স্থানে পৌছলে বাসের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের জলাশয়ে পড়ে যায়। এসময় পথচারী মহিলা শেফালী কাতুন (৪৫) নামের এক গৃহবধু মারাত্মক আহত হয়। স্থানীয়রা সাথে সাথে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেফালীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বাসের ছাদে থাকা কাজল (২০) নামের এক যাত্রী ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে সড়কের উপর পড়েন। এ সময় পিছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত গৃহবধু শেফালী মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহীদুলের স্ত্রী এবং কাজল শেখ ভেড়ামারার আলম শেখের পুত্র। নিহতদের লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একটি বাস খাদে পড়ে থাকলেও অপর বাসটি দ্রুত পালিয়ে গেছে।
