শাহজাদপুর সংবাদ ডটকম, কুষ্টিয়া প্রতিনিধিঃ পল্লী বিদ্যুতের সদস্য বাবদ ২ হাজার টাকা দিয়ে ৩০ বছরেও বিদ্যুতের আলো পায়নি কুষ্টিয়া জেলা মিরপুর থানার ৫০ টি পরিবার। পেয়েছে শুধুই আস্বাস। এমন ঘটনার কালের সাক্ষী কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বারুইপাড়া ইউনিয়নের সাতগাছী গ্রাম ৯নং ব্রিজ সংলগ্ন এলাকাবাসী। রাজনৈতিক নেতা, বড় বড় আমলা তাদেরকে আশার বাণী শোনালেও এ এলাকার ৫০ পরিবারে দীর্ঘ সময়েও প্রধানমন্ত্রীর প্রস্তাবনার ডিজিটাল ছোয়া বিদ্যুতের আলো পৌছেনি। প্রতিটি পরিবারে মোবাইল ব্যবহার চলে দুরের কোন পরিবারের নিকট ধর্ণা দিয়ে চার্জ দেবার মাধ্যমে। এলাকাবাসীর সাথে আলোচনা সাপেক্ষে জানা গেছে, কুষ্টিয়ার বারখাদায় অবস্থিত পল্লী বিদ্যুতের অফিসে দিনেরপর দিন ঘোরাঘুরি করেও