সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিষয়ে কোন আপোষ নয়- পাবনায় সভায় ভূমি মন্ত্রী

land

শাহজাদপুর সংবাদ ডটকম, পাবনা প্রতিনিধি ॥
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন- সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিষয়ে কোন আপোষ নয়। কাজেই এসব বিষয়ে সংশ্লিষ্ট কারো কোন গাফিলতি বা উদাসিনতা বরদাশত করা হবে না । দুর্নীতিবাজ ও মাদকের বিষয়ে সরকার দলীয় পক্ষ থেকে কোনপ্রকার সুপারিশ থাকবে না। জাতির জনকের স্বপ্ন সুখি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙখলা কমিটির সভা ও জেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।


ভূমি মন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, দুর্নীতি ও

শাহজাদপুর সংবাদ ডটকম, পাবনা প্রতিনিধি ॥ ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন- সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিষয়ে কোন আপোষ নয়। কাজেই এসব বিষয়ে সংশ্লিষ্ট কারো কোন গাফিলতি বা উদাসিনতা বরদাশত করা হবে না । দুর্নীতিবাজ ও মাদকের বিষয়ে সরকার দলীয় পক্ষ থেকে কোনপ্রকার সুপারিশ থাকবে না। জাতির জনকের স্বপ্ন সুখি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙখলা কমিটির সভা ও জেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, দুর্নীতি ও মাদককে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে। তিনি আরও বলেন, রাস্তাঘাট নির্মাণ, সরকারি ভবন, সেতু, কালভার্ট সরকারের যে কোন উন্নয়ন কাজ মানসম্মত না হলে এর ঠিকাদার বা টেন্ডারে মনোনীত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যার যার অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশ দেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক একেএম বেনজামিন রিয়াজির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পাবনা জেলা পরিষদের প্রশাসক সাইদুল হক চুন্নু, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব প্রদোষ কান্তি দাস, পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, সাবেক এমপি এডভোকেট গোলাম হাসনায়েন প্রমূখ। সভার শুরুতে জাতির জনকসহ তাঁর পরিবারের সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সভায় জানানো হয় অপরাধ দমনের জন্য জুলাই পর্যন্ত ৮৫টি মোবাইল কোর্টে ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা এবং ৫৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়াও ২২২টি মামলা রুজু হয়েছে। নসিমন করিমন বন্ধের জন্য ২৭ টি মোবাইল কোর্ট বসিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হযেছে। এ ছাড়াও ৩৯ টি মামলা করা হযেছে।