বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষনা !

bd-wi


শাহজাদপুর সংবাদ ডটকম ক্রীড়াডেস্কঃ বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ।
ওয়েস্ট ইন্ডিজ দলঃ ০১. ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ০২. ডারেন ব্রাভো, ০৩. ক্লার্ক এডওয়ার্ডস, ০৪. ক্রিস গেইল , ০৫. জেসন হোল্ডার, ০৬. নিকিতা মিলার, ০৭. সুনিল নারাইন, ০৮. কাইরন পোলার্ড, ০৯. দিনেশ রামদিন, ১০. রবি রামপাল, ১১. কেমার রোচ, ১২. ড্যারেন স্যামি, ১৩. লেন্ডল সিমন্স, দলে ফিরেছে ক্রিস গেইল, কাইরন পোলার্ড, কেমার রোচ বাদ পড়েছে মারলন স্যামুয়েলস, ডোয়াইন স্মিথ, কাইরন পাওয়েল । ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ তিনটি ওডিআই, দুটি টেস্ট ম্যাচ এবং একটি টি ২০ ম্যাচ খেলবে।  ২০ আগস্ট গ্রেনাডায় প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে সফর।

শাহজাদপুর সংবাদ ডটকম ক্রীড়াডেস্কঃ বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড । ওয়েস্ট ইন্ডিজ দলঃ ০১. ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), ০২. ডারেন ব্রাভো, ০৩. ক্লার্ক এডওয়ার্ডস, ০৪. ক্রিস গেইল , ০৫. জেসন হোল্ডার, ০৬. নিকিতা মিলার, ০৭. সুনিল নারাইন, ০৮. কাইরন পোলার্ড, ০৯. দিনেশ রামদিন, ১০. রবি রামপাল, ১১. কেমার রোচ, ১২. ড্যারেন স্যামি, ১৩. লেন্ডল সিমন্স, দলে ফিরেছে ক্রিস গেইল, কাইরন পোলার্ড, কেমার রোচ বাদ পড়েছে মারলন স্যামুয়েলস, ডোয়াইন স্মিথ, কাইরন পাওয়েল । ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ তিনটি ওডিআই, দুটি টেস্ট ম্যাচ এবং একটি টি ২০ ম্যাচ খেলবে।  ২০ আগস্ট গ্রেনাডায় প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে সফর।