শাহজাদপুর সংবাদ ডটকম কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহত আমিরুল ইসলাম ভেড়ামারা শহরের কাস্টম মোড় এলাকার ডা. আবুল হোসেনের ছেলে। তিনি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিলেন।আজ সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার বারোমাইল মিজান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিরুল ইসলাম নিজের প্রাইভেটকার চালিয়ে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। পথে বারোমাইল মিজান ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে মারা যান।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, খবর পেয়ে কুষ্টিয়া ও ভেড়ামারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
