৩৪ জেলায় হচ্ছে কৃষি তথ্য কেন্দ্র

শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকাঃ কৃষকের জীবনমান উন্নয়ন ও কৃষিজীবী মানুষের চাহিদা পূরণে সরকার সারা দেশে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন প্রকল্প বাস্তবায়ন করছে। কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) আওতাধীন এ প্রকল্পে কৃষিজীবীদের প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে পথ দেখানো হচ্ছে দারিদ্র্যদূরীকরণ এবং আয় বৃদ্ধির।অনুসন্ধানে জানা যায়, এ প্রকল্পে ৩৪ জেলার ১৫০টি উপজেলায় ১৫০টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে ১২০টির কাজ শেষ হয়েছে। আর ৩০টির কাজ চলতি সপ্তাহে শেষ হবে। অন্যদিকে ১০টি কৃষি অঞ্চলে ১০টি আঞ্চলিক আইসিটি ল্যাব গড়ে তোলা হচ্ছে। খুলনা ল্যাব ছাড়া এরই মধ্যে ৯টির কাজ শেষ হয়েছে। এছাড়া কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম জেলাপর্যায়ে সম্প্রসারণের উদ্দেশ্যে ১০টি জেলায় এরই মধ্যে ১০টি জেলা অফিস স্থাপন করা হয়েছে।জানতে চাইলে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন প্রকল্প পরিচালক ড. রাজেশ্যাম সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ কৃষি এবং কৃষকের সঙ্গে সম্পৃক্ত।