নজরুল আত্মহত্যা করেনি পরিবারের অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের মিরপুরে ২ বছর প্রেমের সর্ম্পকের পর পালিয়ে বিয়ে করলেও প্রেমিকার পরিবার মেনে না নেয়ায় নজরুল ইসলাম (২২) নামে এক প্রেমিক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্বহত্যা করেছে বিষয়ে জানাজানি হলেও পরিবার দাবী করেছে নজরুল ইসলামকে হত্যা করে রেল লাইনের উপর ফেলে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। নিহত নজরুল সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর গ্রামের আমজাদ আলীর ছেলে। গত সোমবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজার এলাকায় রেল লাইনের উপর থেকে নজরুলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ওই প্রেমিকের মৃত্যু হয় এমনটা বলা হলেও প্রকৃত পক্ষে মেয়ের পরিবারের লোকজন নজরুলকে হত্যাকরে রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে বলে পরিবার দাবী করেছে। নিহত নজরুলের মা সালমা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে মেয়ের বাড়ীর লোকজন। তিনি আরো বলেন, আমার ছেলে আত্মহত্যা করলে তার লাশ, রেল লাইনেরৃ উপর পড়ে থাকতো না ছিটকে পড়তো। কিন্ত হত্যাকরে রেল লাইনের উপর ফেলে রাখায় শুধু গলা ক