শাহজাদপুর সংবাদ ডটকম বেলকুচি : রোববার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোহাম্মসদ আলী আকন্দ, ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন, সহকারী কমিশনার (ভুমি) আবু ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, আব্দুল মালেক তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
