মৌসুমের শুরুতেই সিলভার চোট

silva
ক্রীড়া ডেক্সঃ মৌসুম শুরু হতে না হতেই চোট পেলেন পিএসজির চিয়াগো সিলভা। নাপোলির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ঊরুতে চোট পান ব্রাজিলের এই ডিফেন্ডার।
সোমবার নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচটি ২-১ গোলে জেতে পিএসজি। কিন্তু ম্যাচের ১৪তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন সিলভা।
মঙ্গলবার মেডিকেল পরীক্ষা করানোর কথা তার।

পিএসজির কোচ লরাঁ ব্লাঁ অবশ্য জানান, ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কের চোটটি গুরুতর কিছু নয়। শুক্রবার ২-২ গোলের ড্র দিয়ে ফ্রান্সের লিগ
ওয়ান শুরু করে গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি

ক্রীড়া ডেক্সঃ মৌসুম শুরু হতে না হতেই চোট পেলেন পিএসজির চিয়াগো সিলভা। নাপোলির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ঊরুতে চোট পান ব্রাজিলের এই ডিফেন্ডার। সোমবার নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচটি ২-১ গোলে জেতে পিএসজি। কিন্তু ম্যাচের ১৪তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন সিলভা। মঙ্গলবার মেডিকেল পরীক্ষা করানোর কথা তার। পিএসজির কোচ লরাঁ ব্লাঁ অবশ্য জানান, ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কের চোটটি গুরুতর কিছু নয়। শুক্রবার ২-২ গোলের ড্র দিয়ে ফ্রান্সের লিগ ওয়ান শুরু করে গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি