পাবনায় বজ্রপাতে যুবক নিহত, আহত ১

পাবনা প্রতিনিধিঃ পাবনায় প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত যুবক মুরাদ আলী (১৮) পাবনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত টগর আলীর ছেলে। আহত জব্বার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী রেজা খান কাকন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে উপজেলার মাহমুদপুর-পারগোবিন্দপুর মাঠে তারা কাজ করছিলো। এ সময় বজ্রপাতে মুরাদ ও জব্বার আলী গুরুত আহত হয়। তাদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষনা করেন।

পাবনা প্রতিনিধিঃ পাবনায় প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত যুবক মুরাদ আলী (১৮) পাবনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত টগর আলীর ছেলে। আহত জব্বার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী রেজা খান কাকন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে উপজেলার মাহমুদপুর-পারগোবিন্দপুর মাঠে তারা কাজ করছিলো। এ সময় বজ্রপাতে মুরাদ ও জব্বার আলী গুরুত আহত হয়। তাদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষনা করেন।