শাহজাদপুর সংবাদ ডটকমঃ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি পালিত হবে। রাজধানীতে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিকাল ৩টায় কর্মসূচিটি শুরু হবে। রাজধানীতে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।
সন্ধ্যায় দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, কালো পতাকা মিছিলের জন্য পুলিশ
আমাদের মৌখিক অনুমতি দিয়েছে। আশা করছি, আগামীকালের মধ্যে লিখিত অনুমতি পেয়ে যাবো।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, গাজায় দুই সহস্রাধিক ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে ২০ দল। এ উপলক্ষে সারা দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কালো পতাকা মিছিল পালন করতে সারা দেশে নির্দেশ দেয়া হয়েছে
শাহজাদপুর সংবাদ ডটকমঃ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি পালিত হবে। রাজধানীতে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিকাল ৩টায় কর্মসূচিটি শুরু হবে। রাজধানীতে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।
সন্ধ্যায় দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, কালো পতাকা মিছিলের জন্য পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে। আশা করছি, আগামীকালের মধ্যে লিখিত অনুমতি পেয়ে যাবো।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, গাজায় দুই সহস্রাধিক ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে ২০ দল। এ উপলক্ষে সারা দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কালো পতাকা মিছিল পালন করতে সারা দেশে নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবেই সারা দেশে এই কর্মসূচিটি পালিত হবে বলে আশ্বাস দেন রিজভী আহমেদ।