শাহজাদপুর সংবাদ ডটকম, ঢাকাঃ জাতীয় শোক দিবসের অনুষ্ঠান নিয়ে রাজধানীর শাহবাগে আয়োজকদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলি ও ধারালো অস্ত্রের কোপে আদনান আবেদীন বাবু (২৮) ও তার বড় ভাই গিয়াস উদ্দিন রাজু আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই যুবলীগের নেতা বলে জানা গেছে।
হাসপাতালে আহতরা জানান, জাতীয় শোক দিবস
উপলক্ষে তারা আজিজ সুপার মার্কেটের পাশে অনুষ্ঠানের আয়োজন করছিলেন। এমন সময় ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল
ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাদের ওপর আতর্কিত হামলা চালায়। একপর্যায়েহামলাকারীরাএলোপাতাড়িগুলিছুড়তেশুরু করে। তাদের ছোড়া একটি গুলি বাবুর পিঠে বিদ্ধ হয়। অপর দিকে হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে রাজুর কপালে জখম হয়। একপর্যায়ে পুলিশ
শাহজাদপুর সংবাদ ডটকম, ঢাকাঃ জাতীয় শোক দিবসের অনুষ্ঠান নিয়ে রাজধানীর শাহবাগে আয়োজকদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলি ও ধারালো অস্ত্রের কোপে আদনান আবেদীন বাবু (২৮) ও তার বড় ভাই গিয়াস উদ্দিন রাজু আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই যুবলীগের নেতা বলে জানা গেছে।
হাসপাতালে আহতরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে তারা আজিজ সুপার মার্কেটের পাশে অনুষ্ঠানের আয়োজন করছিলেন। এমন সময় ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল
ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাদের ওপর আতর্কিত হামলা চালায়। একপর্যায়েহামলাকারীরাএলোপাতাড়িগুলিছুড়তেশুরু করে। তাদের ছোড়া একটি গুলি বাবুর পিঠে বিদ্ধ হয়। অপর দিকে হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে রাজুর কপালে জখম হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা সরে যায়। শাহবাগ থানার ওসি (তদন্ত) হাবিল হোসেন জানান, গত রাত ১১টার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের পাশে শোক দিবসের অনুষ্ঠানের কার্যক্রম চলছিল। এ সময় বাইরে থেকে কিছু লোক এসে তিন-চার রাউন্ড গুলি করে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।