
মো:মামুন বিশ্বাস,শাহজাদপুর সংবাদ ডটকমঃ বৈরি আবহাওয়া আর দফায় দফায় বৃষ্টিতে দেশের অন্যতম ও উত্তরাঞ্চলের সর্ববৃহৎ তাঁতবস্ত্র বিক্রয়ের হাট শাহজাদপুর কাপড়ের হাটে দেশীয় তাঁতে তৈরি তাঁতবস্ত্রের বেচাকেনায় মারাত্বক ধ্বস নেমেছে।ফলে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ তাঁতশিল্পসমৃদ্ধ পাবনা-সিরাজগঞ্জের তাঁতীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বেচাকেনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় কয়েক দিনে তাঁতীরা চোখে সর্ষের ফুল দেখছে। বৈরি আবহাওয়া আর দফায় দফায় বুষ্টিতে তাঁতবস্ত্র উৎপাদনের প্রধান উপকরণ সূতা প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে তাঁতবস্ত্র উৎপাদন করে কাপড়ের হাটে পৌছানো পর্যন্ত সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে একদিকে শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জ জেলার যেমন অগণিত ত
মো:মামুন বিশ্বাস,শাহজাদপুর সংবাদ ডটকমঃ বৈরি আবহাওয়া আর দফায় দফায় বৃষ্টিতে দেশের অন্যতম ও উত্তরাঞ্চলের সর্ববৃহৎ তাঁতবস্ত্র বিক্রয়ের হাট শাহজাদপুর কাপড়ের হাটে দেশীয় তাঁতে তৈরি তাঁতবস্ত্রের বেচাকেনায় মারাত্বক ধ্বস নেমেছে।ফলে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ তাঁতশিল্পসমৃদ্ধ পাবনা-সিরাজগঞ্জের তাঁতীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বেচাকেনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় কয়েক দিনে তাঁতীরা চোখে সর্ষের ফুল দেখছে। বৈরি আবহাওয়া আর দফায় দফায় বুষ্টিতে তাঁতবস্ত্র উৎপাদনের প্রধান উপকরণ সূতা প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে তাঁতবস্ত্র উৎপাদন করে কাপড়ের হাটে পৌছানো পর্যন্ত সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে একদিকে শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জ জেলার যেমন অগণিত তাঁত শ্রমিকদের বেকার বসে থাকতে হচ্ছে,অন্যদিকে উৎপাদিত তাঁতবস্ত্র বিক্রয় করতে না পারায় তাঁতসমৃদ্ধ এ জনপদের লক্ষ লক্ষ তাঁতীরা পড়েছে মহাবিপাকে।ফলে শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জ জেলার লক্ষ লক্ষ তাঁতীরা দিশেহারা হয়ে পড়েছে।