
শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। মূলত বিএনপিকে নির্মূল করতেই এ সব অপপ্রচার চালানো হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার বেলা সোয়া ১১টায় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। ফখরুল বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার পদক্ষেপ একদলীয় বাকশাল কায়েমের জন্যই নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শ
শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। মূলত বিএনপিকে নির্মূল করতেই এ সব অপপ্রচার চালানো হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার বেলা সোয়া ১১টায় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। ফখরুল বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার পদক্ষেপ একদলীয় বাকশাল কায়েমের জন্যই নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা।