শাহজাদপুর সংবাদ ডটকমঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় রোববার রাত পৌনে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট হিথ্রো বিমানবন্দরে অবহরণ করে। আজ সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে বলেন, “বিমানে যাত্রার সময় রাষ্ট্রপতি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় রাষ্ট্রপতিকে কাছে পেয়ে বিমানের যাত্রীরা অবাক হন।” হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। ৭০ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায়
শাহজাদপুর সংবাদ ডটকমঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় রোববার রাত পৌনে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট হিথ্রো বিমানবন্দরে অবহরণ করে। আজ সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে বলেন, “বিমানে যাত্রার সময় রাষ্ট্রপতি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় রাষ্ট্রপতিকে কাছে পেয়ে বিমানের যাত্রীরা অবাক হন।” হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। ৭০ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।