দুরারোগ্য টফ রোগে আক্রান্ত শিশু জামিলাকে বাঁচাতে এগিয়ে আসুন

সংবাদ বিজ্ঞপ্তি


jamila-2

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউপির পিড়ারচর গ্রামের হতদরিদ্র তাঁত শ্রমিক সেরাজুল ইসলামের মেয়ে জামিলা খাতুন (২) মল ও মুত্রদ্বার      একত্রিত হয়ে জন্ম নেওয়ার পর ৫ মাস বয়সে তার শরীরে মরণব্যধি টফ রোগ (হাড় ফুটো) দেখা দিয়েছে। তার বুকের চারটি পাজর হাড় ফুটো হয়ে গেছে।  বর্তমানে সে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা: সোলায়মান হোসেনের তত্তবধানে চিকিৎসাধীন রয়েছে। চরকায় সুতা কাটা শ্রমিক জামিলার  মা শাহিনুর খাতুন জানান, চিকিৎসকরা জানিয়েছেন জামিলার মল ও মুত্রদ্বার পৃথকিকরণসহ জটিল টফ রোগের (হাড় ফুটো) অপারেশন করতে প্রায় ১০ লাখ  টাকা লাগবে। মেয়ের চিকিৎসার ব্যায় যোগাতে ইতিমধ্যেই সহায় সম্ব

সংবাদ বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউপির পিড়ারচর গ্রামের হতদরিদ্র তাঁত শ্রমিক সেরাজুল ইসলামের মেয়ে জামিলা খাতুন (২) মল ও মুত্রদ্বার      একত্রিত হয়ে জন্ম নেওয়ার পর ৫ মাস বয়সে তার শরীরে মরণব্যধি টফ রোগ (হাড় ফুটো) দেখা দিয়েছে। তার বুকের চারটি পাজর হাড় ফুটো হয়ে গেছে।  বর্তমানে সে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা: সোলায়মান হোসেনের তত্তবধানে চিকিৎসাধীন রয়েছে। চরকায় সুতা কাটা শ্রমিক জামিলার  মা শাহিনুর খাতুন জানান, চিকিৎসকরা জানিয়েছেন জামিলার মল ও মুত্রদ্বার পৃথকিকরণসহ জটিল টফ রোগের (হাড় ফুটো) অপারেশন করতে প্রায় ১০ লাখ  টাকা লাগবে। মেয়ের চিকিৎসার ব্যায় যোগাতে ইতিমধ্যেই সহায় সম্বল ঘটিবাটি বিক্রি করে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আর আমার বিক্রি করার মতো কিছু  নেই। এমনকি মাথা গোজার ঠাই পর্যন্ত নেই। ৫ মেয়ে ও ছোট এক ছেলে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি। আমার এই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মেয়ে জামিলাকে  বাচাতে দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।এই সাহায্য সহযোগিতা পেলে শিশু জামিলা হয়তো প্রাণে বেচে  উঠতে পারবে। জামিলাকে সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক, বেলকুচি শাখা, সিরাজগঞ্জ, হিসাব নং ৮৫৬৫। মোবাঃ ০১৭৭৪৯৬২০০১।