কিশোরগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Kishoreganj-Road-Accident-Picture

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ভরাচিয়া এলাকায় বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া মির্জাপুর এলাকার বরাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মিয়া হোসেন (৬০), একই উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে আহম্মদ আলী (৪২) ও মঠখোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মালেম উদ্দিনের ছেলে স্বপন মিয়া (৫০)।

আহতদের মধ্যে কিরণ মিয়া (৩০) নামে একজনকে বাজিতপুরের জহুরুল

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ভরাচিয়া এলাকায় বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া মির্জাপুর এলাকার বরাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মিয়া হোসেন (৬০), একই উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে আহম্মদ আলী (৪২) ও মঠখোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মালেম উদ্দিনের ছেলে স্বপন মিয়া (৫০)। আহতদের মধ্যে কিরণ মিয়া (৩০) নামে একজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন, লতিফা (১৯), শিরিন আক্তার (২২), ইভা (৮ মাস), হোসনে আরা (৩০), বুরহান (৩৫) ও রুবেল (২৩)। কয়েকজনকে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী জলসিড়ি পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের বরাটিয়া নামক স্থানে একটি অটোরিকশাকে চাপাদিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে বাসটি। অটো রিকসাটিও দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় স্বপন নামে এক যাত্রী। পাকুন্দিয়া হাসপাতালে নেয়ার পর মারা যায় অপর দুজন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টার দিকে খাদ থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কিশোরগঞ্জে হোসেনপুর সার্কেলের এএসপি আনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, বাস চালককে আটক করা যায়নি।