দামুড়হুদায় ফেনসিডিলসহ নারী আটক

Dhopakhali 23-08-14

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট ও জয়নগর সীমান্ত থেকে ১৬৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শিল্পী বেগম (৩০) নামের এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত শিল্পী সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসন এলাকার হাসান আলীর স্ত্রী। শনিবার সকাল ৭ টার দিকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, শনিবার সকালে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলীর নির্দেশে নিমতলা ক্যাম্পের হাবিলদার আসাদুল করিম সঙ্গীয় ফোর্সসহ দর্শনা হল্ট এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ শিল্পী বেগমকে আটক করে। এর আগে, রাত ৩ টার দিকে একই ক্যাম্পের নায়েক সঙ্গীয় ফোর্সসহ দর্শনা জয়নগর সীমান্তে টহল দেওয়ার সময় তিনজন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করে। এসময় তারা দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

  চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট ও জয়নগর সীমান্ত থেকে ১৬৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শিল্পী বেগম (৩০) নামের এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত শিল্পী সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসন এলাকার হাসান আলীর স্ত্রী। শনিবার সকাল ৭ টার দিকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, শনিবার সকালে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলীর নির্দেশে নিমতলা ক্যাম্পের হাবিলদার আসাদুল করিম সঙ্গীয় ফোর্সসহ দর্শনা হল্ট এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ শিল্পী বেগমকে আটক করে। এর আগে, রাত ৩ টার দিকে একই ক্যাম্পের নায়েক সঙ্গীয় ফোর্সসহ দর্শনা জয়নগর সীমান্তে টহল দেওয়ার সময় তিনজন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করে। এসময় তারা দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ১৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।