
শাহজাদপুর সংবাদ ডটকম : সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি না পেলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তত রয়েছে। তবে সিরাজগঞ্জে যমুনার পানি শনিবার সকালে তা বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে নদীতে পানি না বাড়লে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল ও অভ্যন্তরীণ করতোয়া, হুরাসাগর, গুমানী, বড়াল নদীসহ সকল নদ নদীর পানি বেড়েছে। যে কারণে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রাম নতুন করে বন্য কবলিত হয়ে পড়েছে।
বর্তমানে জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে অন্তত ৬০টি ইউনিয়ন কমবেশী এখন বন্যায় আক্রান্ত। বিশেষ করে শাহজাদপুর , চৌহালী, কাজিপুর, বেলকুচি এনায়েতপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের অধিকাংশ ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় লাখ মানুষের এখন দুর্ভোগের সীমা নেই। এ সকল এলাকার স্ক
শাহজাদপুর সংবাদ ডটকম : সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি না পেলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তত রয়েছে। তবে সিরাজগঞ্জে যমুনার পানি শনিবার সকালে তা বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে নদীতে পানি না বাড়লে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল ও অভ্যন্তরীণ করতোয়া, হুরাসাগর, গুমানী, বড়াল নদীসহ সকল নদ নদীর পানি বেড়েছে। যে কারণে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রাম নতুন করে বন্য কবলিত হয়ে পড়েছে।
বর্তমানে জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে অন্তত ৬০টি ইউনিয়ন কমবেশী এখন বন্যায় আক্রান্ত। বিশেষ করে শাহজাদপুর , চৌহালী, কাজিপুর, বেলকুচি এনায়েতপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের অধিকাংশ ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় লাখ মানুষের এখন দুর্ভোগের সীমা নেই। এ সকল এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসা, ঘরবাড়িসহ টিউবয়েল ডুবে গেছে। যে কারণে মানুষেরা এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম কাজিপুর উপজেলায় ও বেলকুচিতে উপজেলা প্রশাসনের উদ্যেগে শুক্রবার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অন্য উপজেলা গুলোতে এখন পর্যন্ত কোন ত্রাণ পৌঁছেনি বলে বন্যা দুর্গত মানুষেরা অভিযোগ করেছেন।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/২৩.০৮.২০১৪