সাকিবকে ছাড়িয়ে মাশরাফি

95454_0

 

 

স্পোর্টস ডেক্সঃ ক্রবার গ্রানাডায় বাংলাদেশের লজ্জাজনক পরাজয়েও আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩৯ রানে ৩ উইকেট নেয়ার পথে মাশরাফি উইকেট শিকারের তালিকায় ছাড়িয়ে যান সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানকে। বাংলাদেশের বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় মাশরাফি রয়েছেন দ্বিতীয় স্থানে।

শুক্রবার গ্রেনাডার সেন্ট জর্জেসে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ২৪ ওভার ৪ বলে ৭০ রানে অলআউট হয়ে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৩৬ ম্যাচে ৩০.৫৮ গড়ে মাশরাফির উইকেটসংখ্যা ১৭২টি। সমানসংখ্যক ম্যাচে ২৮.৯২ গড়ে সাকিবের উইকেট ১৭১টি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট আবদুর রাজ্জাকের। এই বাঁহাতি স্পিনার ১৫২ ম্যাচে ২০৬ উইকেট দখল করেন।

 

শাহজাদপুর সংবাদ ডটকম/

    স্পোর্টস ডেক্সঃ ক্রবার গ্রানাডায় বাংলাদেশের লজ্জাজনক পরাজয়েও আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩৯ রানে ৩ উইকেট নেয়ার পথে মাশরাফি উইকেট শিকারের তালিকায় ছাড়িয়ে যান সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানকে। বাংলাদেশের বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় মাশরাফি রয়েছেন দ্বিতীয় স্থানে। শুক্রবার গ্রেনাডার সেন্ট জর্জেসে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ২৪ ওভার ৪ বলে ৭০ রানে অলআউট হয়ে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৩৬ ম্যাচে ৩০.৫৮ গড়ে মাশরাফির উইকেটসংখ্যা ১৭২টি। সমানসংখ্যক ম্যাচে ২৮.৯২ গড়ে সাকিবের উইকেট ১৭১টি। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট আবদুর রাজ্জাকের। এই বাঁহাতি স্পিনার ১৫২ ম্যাচে ২০৬ উইকেট দখল করেন।   শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/ওয়েবসাইট/২৩.০৮.২০১৪