অনলাইন ডেস্ক : দেওয়ালে প্লাগ গুঁজে চার্জ দেবার দিন শেষ। অদূর ভবিষ্যতে রোদের মধ্যে স্মার্ট ফোনের স্ক্রিন কিছুক্ষণ ধরলে সূর্যের আলোতেই তৎক্ষণাৎ চার্জ হয়ে যাবে এর ব্যাটারি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা এখন ব্যস্ত এই টেকনোলজির বাস্তব রূপ দিতে। তারা চেষ্টা করছেন প্রায় স্বচ্ছ একটি সোলার পাওয়ার কালেক্টর তৈরি করতে যা ভবিষ্যতে স্মার্ট ফোন চার্জ দিতে ব্যবহৃত হবে।
লুমিনিসেন্ট সোলার কালেক্টিং মেটেরিয়ালস বা সংক্ষেপে এলএসসি, আসলে একটি প্লাস্টিকের পাত যা আলো শোষণ করতে সক্ষম। এলএসসি আলো শোষণ করে শক্তিরূপে সেই আলো নির্গত করতে পারে। এলএসসি-এর এই ক্ষমতাকেই কাজে লাগাতে চাইছেন বিজ্ঞানীরা। স্মার্টফোনের স্ক্রিন যদি এলআইসি দিয়ে তৈরি করা যায় তাহলে এটি সহজেই সৌরশক্তি শোষণ করে তাকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করতে পারবে, যে শক্তি ফোনের ব্যাটারি
অনলাইন ডেস্ক : দেওয়ালে প্লাগ গুঁজে চার্জ দেবার দিন শেষ। অদূর ভবিষ্যতে রোদের মধ্যে স্মার্ট ফোনের স্ক্রিন কিছুক্ষণ ধরলে সূর্যের আলোতেই তৎক্ষণাৎ চার্জ হয়ে যাবে এর ব্যাটারি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা এখন ব্যস্ত এই টেকনোলজির বাস্তব রূপ দিতে। তারা চেষ্টা করছেন প্রায় স্বচ্ছ একটি সোলার পাওয়ার কালেক্টর তৈরি করতে যা ভবিষ্যতে স্মার্ট ফোন চার্জ দিতে ব্যবহৃত হবে।
লুমিনিসেন্ট সোলার কালেক্টিং মেটেরিয়ালস বা সংক্ষেপে এলএসসি, আসলে একটি প্লাস্টিকের পাত যা আলো শোষণ করতে সক্ষম। এলএসসি আলো শোষণ করে শক্তিরূপে সেই আলো নির্গত করতে পারে। এলএসসি-এর এই ক্ষমতাকেই কাজে লাগাতে চাইছেন বিজ্ঞানীরা। স্মার্টফোনের স্ক্রিন যদি এলআইসি দিয়ে তৈরি করা যায় তাহলে এটি সহজেই সৌরশক্তি শোষণ করে তাকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করতে পারবে, যে শক্তি ফোনের ব্যাটারি চার্জ দিতে কাজে লাগবে।
যদিও এলএসসি সৌরশক্তিকে শোষণ করে তাকে ব্যবহারযোগ্য অনান্য শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতা খুব একটা বেশি নয়, তাও বিজ্ঞগানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর ক্ষমতাকে বৃদ্ধি করে বিভিন্ন কাজে ব্যবহার করতে।
শাহজাদপুর সংবাদ ডটকম/অনলাইন/পিএনএস/২৪.০৮.২০১৪