দীপিকার ‘কুমারীত্ব’ নিয়ে আপত্তি

dipika

 

বিনোদন ডেক্সঃ আই অ্যাম ভার্জিন যার অর্থ আমি কুমারী। দীপিকা পাড়ুকোনের মুখে একথা শুনে হজম করতে পারছেন না সেন্সর বোর্ডের সদস্যরা। তাদের ভাষায়, এই শব্দগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ।

দীপিকা পাডুকোন এবং অর্জুন কাপুরকে ফাইন্ডিং ফ্যানি ছবিতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে। আর এই ছবিরই একটি দৃশ্যে দীপিকাকে নিজের কুমারীত্বের কথা বলতে শোনা যাবে অর্জুন কাপুরের সামনে। কিন্তু এই সংলাপ সেন্সর বোর্ডের কাছে কুরুচিপূর্ণ ঠেকেছে। আর সেই কারণেই ফাইন্ডিং ফ্যানি ছবি থেকে এই সংলাপটি বাদ দিতে বলেছে সেন্সর বোর্ড। যদিও এ ছবির পরিচালক হোমি আদাজানিয়া বোর্ডের মন্তব্যের সঙ্গে সহমত নন। তার কথায় ফাইন্ডিং ফ্যানি প্রথম ছবি নয় যেখানে ‘ভার্জিন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এর আগেও বহু বলিউড ছবিতে এই শব্দের প্রয়োগ হয়েছে। দিল সে, ২ স্টেটস-এর মতো ছবিতেও ‘ভার্জিন’ শব্দটি ব্যবহার করা

  বিনোদন ডেক্সঃ আই অ্যাম ভার্জিন যার অর্থ আমি কুমারী। দীপিকা পাড়ুকোনের মুখে একথা শুনে হজম করতে পারছেন না সেন্সর বোর্ডের সদস্যরা। তাদের ভাষায়, এই শব্দগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ। দীপিকা পাডুকোন এবং অর্জুন কাপুরকে ফাইন্ডিং ফ্যানি ছবিতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে। আর এই ছবিরই একটি দৃশ্যে দীপিকাকে নিজের কুমারীত্বের কথা বলতে শোনা যাবে অর্জুন কাপুরের সামনে। কিন্তু এই সংলাপ সেন্সর বোর্ডের কাছে কুরুচিপূর্ণ ঠেকেছে। আর সেই কারণেই ফাইন্ডিং ফ্যানি ছবি থেকে এই সংলাপটি বাদ দিতে বলেছে সেন্সর বোর্ড। যদিও এ ছবির পরিচালক হোমি আদাজানিয়া বোর্ডের মন্তব্যের সঙ্গে সহমত নন। তার কথায় ফাইন্ডিং ফ্যানি প্রথম ছবি নয় যেখানে ‘ভার্জিন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এর আগেও বহু বলিউড ছবিতে এই শব্দের প্রয়োগ হয়েছে। দিল সে, ২ স্টেটস-এর মতো ছবিতেও ‘ভার্জিন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। সেন্সর বোর্ড নিজের বক্তব্যে অনড় থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি এই ছবির জন্য ইউ/এ সার্টিফিকেট পেতে হয় তাহলে ওই সংলাপটি কাটতে-ই হবে। এই ছবিতে দীপিকা ও অর্জুন কাপুর ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিং। দীপিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রণবীর। যদিও এই ছবিতে রণবীরের চরিত্রটি স্বল্প সময়ের।     শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/27.08.2014