আবারো সেরা আবেদনময়ী ক্যাটরিনা

3
বিনোদন ডেক্স : টানা চার বছর ধরে বিশ্বের সেরা যৌন আবেদনময়ী নারীর খেতাবটা ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুধু কি তাই এশিয়ার সেরা আবেদনময়ী নারীও তিনি। এবার ভারতীয় একটি সংবাদপত্রের জরিপেও সেরা আবেদনময়ী নারীর খেতাবটি পেলেন তিনি।

চলতি বছরে পত্রিকাটি তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক স্তরে একটি জরিপ পরিচালনা করে। বিশ্বজুড়ে নায়িকাদের সৌন্দর্য, আবেদনের উপর গুরুত্ব আরোপ করে চালানো সেই জরিপে দেখা যায় ক্যাটরিনাই এগিয়ে আছেন।

 

 

 

 

 

 

শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/30.08.2014

বিনোদন ডেক্স : টানা চার বছর ধরে বিশ্বের সেরা যৌন আবেদনময়ী নারীর খেতাবটা ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুধু কি তাই এশিয়ার সেরা আবেদনময়ী নারীও তিনি। এবার ভারতীয় একটি সংবাদপত্রের জরিপেও সেরা আবেদনময়ী নারীর খেতাবটি পেলেন তিনি। চলতি বছরে পত্রিকাটি তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক স্তরে একটি জরিপ পরিচালনা করে। বিশ্বজুড়ে নায়িকাদের সৌন্দর্য, আবেদনের উপর গুরুত্ব আরোপ করে চালানো সেই জরিপে দেখা যায় ক্যাটরিনাই এগিয়ে আছেন।             শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/30.08.2014