শাহজাদপুর সংবাদ ডটকমঃ আমরা সবাই বিভিন্ন ধরনের চুলের স্টাইল পছন্দ করি। স্টিলে যায়হক না কেন চিরুনি ছাড়া কোন স্টাইলি হবে না। চুলের জত্নের জন্য সব থেকে জরুরী হোল চিরুনি। কিন্তু আমরা সবাই চিরুনি কিনার সময় কোন যাচায়-বাছায় করি না। কেননা আমরা অনেক ক্ষেত্রে জানিই না যে চিরুনি বাছায় ভুল হলে চুলের অনেক ক্ষতি হতে পারে। তাই সঠিক চিরুনি বাছাই অনেক জরুরী। আসুন জেনেনি কি ধরণের চুলের জন্য কি ধরণের চিরুনি ব্যবহার করা উচিৎ।
স্বাভাবিক চুল :
স্বাভাবিক চুল যাদের তারা যে কোনো ধরণের চিরুনিই ব্যবহার করতে পারেন। কিন্তু মাঝারী মাপের সফট চিরুনি ভাল।
সিল্কি স্ট্রেইট চুল :
এই ধরণের চুলে সাধারন চিরুনি অপেক্ষা হেয়ার ব্রাশ অনেক বেশি ভাল। এ ক্ষেত্রে আপনার চুলের দেখতে আর সুন্দর লাগবে। কিন্তু সাধারন চিরুনিও ব্যবহার করতে পারেন।
কোকড়ান চুল
শাহজাদপুর সংবাদ ডটকমঃ আমরা সবাই বিভিন্ন ধরনের চুলের স্টাইল পছন্দ করি। স্টিলে যায়হক না কেন চিরুনি ছাড়া কোন স্টাইলি হবে না। চুলের জত্নের জন্য সব থেকে জরুরী হোল চিরুনি। কিন্তু আমরা সবাই চিরুনি কিনার সময় কোন যাচায়-বাছায় করি না। কেননা আমরা অনেক ক্ষেত্রে জানিই না যে চিরুনি বাছায় ভুল হলে চুলের অনেক ক্ষতি হতে পারে। তাই সঠিক চিরুনি বাছাই অনেক জরুরী। আসুন জেনেনি কি ধরণের চুলের জন্য কি ধরণের চিরুনি ব্যবহার করা উচিৎ।
স্বাভাবিক চুল :
স্বাভাবিক চুল যাদের তারা যে কোনো ধরণের চিরুনিই ব্যবহার করতে পারেন। কিন্তু মাঝারী মাপের সফট চিরুনি ভাল।
সিল্কি স্ট্রেইট চুল :
এই ধরণের চুলে সাধারন চিরুনি অপেক্ষা হেয়ার ব্রাশ অনেক বেশি ভাল। এ ক্ষেত্রে আপনার চুলের দেখতে আর সুন্দর লাগবে। কিন্তু সাধারন চিরুনিও ব্যবহার করতে পারেন।
কোকড়ান চুল :
কোকড়া চুলে কখনই হেয়ার ব্রাশ ব্যবহার করা উচিত না। কারণ এই ধরণের চুলে ব্রাশ ব্যবহার করলে চুলে চট লাগে এবং চুল ছিড়ে যাবে। কোকড়া কিংবা ঢেউ খেলানো চুলে বড় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা উচিত।
ভঙ্গুর ও পাতলা চুল :
খুব ভঙ্গুর ও পাতলা চুলের জন্য প্রয়োজন বিশেষ যত্নের। ভঙ্গুর ও পাতলা চুল আঁচড়ানো উচিত মোটা দাঁতের চিরুনী দিয়ে। খুব ধীরে ধীড়ে জট ছাড়িয়ে এই ধরণের চুল আঁচড়াতে হয়। নাহলে চুল ছিড়ে যায় এবং প্রচুর চুল পড়ে যায়।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/30.08.2014