শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুর থেকে নিখোঁজ হওয়া গৃহবধু সাথী খাতুন(১৯) দির্ঘ এক মাস পরে ঢাকা উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পারিবারিক সুত্রে জানা গেছে, এক বছর আগে উপজেলার বেরাকুচাটিয়া গ্রামের আবুল প্রাং এর কন্যা সাথী খাতুনের একই উপজেলার বাঘাবাড়ী শাকতোলা গ্রামের ছাকাবার হোসেনের পুত্র শামিম হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহের পর সাথী বাবার বাড়ীতে দির্ঘদিন থেকে যায়, কিন্তু গত একমাস আগে সাথীর স্বামি শামিম সাথীকে বাড়ী নিয়ে যাবার কথা বলে নিয়ে আসে। তার পর থেকে আর সাথীর খোঁজ পাওয়া যাচ্ছিলনা। এব্যাপারে নিখোজের পরিবার থেকে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ পেশ করে। পরে গত বৃহস্পতিবার পুলিশ ঢাকার কমলাপুর রেল ষ্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে সাথীকে একনজর দেখতে শাহজাদপুর থ
শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুর থেকে নিখোঁজ হওয়া গৃহবধু সাথী খাতুন(১৯) দির্ঘ এক মাস পরে ঢাকা উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পারিবারিক সুত্রে জানা গেছে, এক বছর আগে উপজেলার বেরাকুচাটিয়া গ্রামের আবুল প্রাং এর কন্যা সাথী খাতুনের একই উপজেলার বাঘাবাড়ী শাকতোলা গ্রামের ছাকাবার হোসেনের পুত্র শামিম হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহের পর সাথী বাবার বাড়ীতে দির্ঘদিন থেকে যায়, কিন্তু গত একমাস আগে সাথীর স্বামি শামিম সাথীকে বাড়ী নিয়ে যাবার কথা বলে নিয়ে আসে। তার পর থেকে আর সাথীর খোঁজ পাওয়া যাচ্ছিলনা। এব্যাপারে নিখোজের পরিবার থেকে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ পেশ করে। পরে গত বৃহস্পতিবার পুলিশ ঢাকার কমলাপুর রেল ষ্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে সাথীকে একনজর দেখতে শাহজাদপুর থানায় প্রচুর লোক ভীড় করে । এব্যাপারে থানা পুলিশের কাছে জানতে চাওয়া হলে জানান, তদন্তের সার্থে এই মুহুর্তে কিছু বলতে পারছিনা। গৃহবধু একমাস পরে উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।