শাহজাদপুর সংবাদ ডটকমঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে জাপানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এর আগে গণভবনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশ জাপানকে সমর্থন জানাবে। এজন্য আমরা আমাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিব।’
প্রার্থিতা প্রত্যাহার এবং সমর্থন ও সহযোগিতা করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাপানের ঘোষিত আর্থিক সহায়তা দ্রুত ছাড়ের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ স্থায়ী সদস্য, যাদের ভেটো ক্ষমতা রয়েছে। তারা হল- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্স।
বাকি ১০টি পদে ভোটাভুটি করে সদস্য নির্বাচিত হয়, যার একটি পদে ২০১৬-১৭ মেয়াদে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা কয়েক বছর আগেই দেয় বাংলাদেশ। বাংলাদেশ ১৯৭৯-১৯৮০ এবং ১৯৯৯-২০০০ মেয়াদে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য ছিল।
এ সময় শেখ হাসিনা বাংলাদেশ-জাপান দুই দশকের অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সময়ের পরিক্রমায় জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার।
দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রেলমন্ত্রী মজিবুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেশটির সফররত ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
এক যুগেরও বেশি সময় পরে জাপানের কোনো প্রধানমন্ত্রী হিসেবে শনিবার বেলা একটার দিকে দুদিনের সফরে সস্ত্রীক ঢাকা পৌঁছান শিনজো আবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বিমানবন্দরে শিনজো আবেকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। তিন বাহিনীর একটি চৌকস দল জাপানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। এরপর বিকেলে তিনি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/07/09/2014