একটি চুমুর মূল্য ৫০ হাজার পাউন্ড!

05

বিনোদন ডেক্সঃ তিনি বিশ্বের সেরা সুন্দরী। তাকে চুম্বন করার স্বপ্ন তো দেখতে পারেন অনেকেই। হলিউড অভিনেত্রী এলিজাবেথ হার্লের কথা বলছি। এমন ঘটনা নিয়েই খবরের শিরোনাম হলেন তিনি। এই স্বপ্ন-সুন্দরীর ঠোঁটে একবার চুম্বন এঁকে দেওয়ার জন্য ৫০ হাজার পাউন্ড খরচ করতেও পিছপা হলেন না এক ব্যক্তি।
৪৯ বছরের অভিনেত্রী এলিজাবেথ হার্লিকে চুম্বন করার জন্য ওই বিপুল পরিমাণ অর্থ দিলেন জুলিয়ান ভারতী নামের এই ব্যক্তি। গায়ক এলটন জনের স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে এমনই ঘটনা ঘটল।
বার্কশায়ারের বিশেষ পার্টিতে ভারতী এলিজাবেথের কোমর জড়িয়ে চুম্বন করলেন। উল্লেখ্য, ব্রুনেট-সুন্দরী বর্তমানে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ডেভিড ইয়ারোর সঙ্গে ডেট করছেন।

 

 

 

 

শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/০৭/০৯/২০১৪

বিনোদন ডেক্সঃ তিনি বিশ্বের সেরা সুন্দরী। তাকে চুম্বন করার স্বপ্ন তো দেখতে পারেন অনেকেই। হলিউড অভিনেত্রী এলিজাবেথ হার্লের কথা বলছি। এমন ঘটনা নিয়েই খবরের শিরোনাম হলেন তিনি। এই স্বপ্ন-সুন্দরীর ঠোঁটে একবার চুম্বন এঁকে দেওয়ার জন্য ৫০ হাজার পাউন্ড খরচ করতেও পিছপা হলেন না এক ব্যক্তি। ৪৯ বছরের অভিনেত্রী এলিজাবেথ হার্লিকে চুম্বন করার জন্য ওই বিপুল পরিমাণ অর্থ দিলেন জুলিয়ান ভারতী নামের এই ব্যক্তি। গায়ক এলটন জনের স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে এমনই ঘটনা ঘটল। বার্কশায়ারের বিশেষ পার্টিতে ভারতী এলিজাবেথের কোমর জড়িয়ে চুম্বন করলেন। উল্লেখ্য, ব্রুনেট-সুন্দরী বর্তমানে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ডেভিড ইয়ারোর সঙ্গে ডেট করছেন।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/০৭/০৯/২০১৪