বেলকুচি প্রতিনিধিঃ পাওনা টাকা নিয়ে দ্বন্ধের জেরধরে প্রতিপক্ষরা কামাল সেখ (৩৫) নামে এক গুড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। নিহত কামাল সেখ বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে। পরে বিক্ষুব্ধ জনতার মারপিটে আহত সোহেল রানা (২০) নামে আরেকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। আহত সোহেল রানা পাশ্ববর্তী সূর্বণসাড়া গ্রামের আকবর আলীর ছেলে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই আব্দুস সালাম জানান, দক্ষিণপাড়ার আব্দুল করিমের স্ত্রী চায়না বেগম, ছোট ভাই কামালের নিকট থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিল। আজ রোববার দুপুরে সেই টাকা ফেরত চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে চায়না বেগমের বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এরই জেরধরে বিকেল সাড়ে ৫ টার দিকে চায়না বেগমের পক্ষের লোকজনরা দলবল নিয়ে কামালের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীরা ছোট ভাই কামালকে ধার
বেলকুচি প্রতিনিধিঃ পাওনা টাকা নিয়ে দ্বন্ধের জেরধরে প্রতিপক্ষরা কামাল সেখ (৩৫) নামে এক গুড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। নিহত কামাল সেখ বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে। পরে বিক্ষুব্ধ জনতার মারপিটে আহত সোহেল রানা (২০) নামে আরেকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। আহত সোহেল রানা পাশ্ববর্তী সূর্বণসাড়া গ্রামের আকবর আলীর ছেলে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই আব্দুস সালাম জানান, দক্ষিণপাড়ার আব্দুল করিমের স্ত্রী চায়না বেগম, ছোট ভাই কামালের নিকট থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিল। আজ রোববার দুপুরে সেই টাকা ফেরত চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে চায়না বেগমের বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এরই জেরধরে বিকেল সাড়ে ৫ টার দিকে চায়না বেগমের পক্ষের লোকজনরা দলবল নিয়ে কামালের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীরা ছোট ভাই কামালকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতার মারপিটে আহত সোহেল রানাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/০৮/০9/২০১৪ইং