
মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফেসবুকে কটূক্তি করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের কর্মী এএম শোয়াইবকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রাামীণ সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করেন বিশ্ববিদ্
মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফেসবুকে কটূক্তি করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের কর্মী এএম শোয়াইবকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রাামীণ সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রাামীণ সমাজবিজ্ঞান অনুষদের ফাইনাল বর্ষের পরীক্ষার্থী এএম শোয়াইব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে রবিবার সকাল থেকে তাকে মারধর করার জন্য ঐ অনুষদে জড়ো হতে থাকে। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ পুলিশকে অবহিত করেন। পরে শোয়াইবের পরীক্ষা শেষ হলে তাকে আটক করে পুলিশ ভ্যানে থানায় নিয়ে যাওয়া হয়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করায় তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরে ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে শোয়াইবের ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ কাজটি করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন।
উল্লেখ্য, শায়াইব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনের সমর্থক।