ডেক্স নিউজ : চুরির এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের দু’নারী। তারা দু’পুরুষের বহু মূল্যবান রোলেক্স ঘড়ি চুরি করেন। এখানেই শেষ নয়। এর সঙ্গে সঙ্গেই তারা সাধু সেজে যান। মুহূর্তেই লুকিয়ে ফেলেন ঘড়ি। কোথায় লুকালেন! অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল তারা ঘড়িগুলো রেখেছেন গোপনাঙ্গে। এরপর ধরা পড়ে যান তারা। এমন কাণ্ড ঘটানোর দায়ে আটক করা হয়েছে তিন নারীকে। তারা হলেন- ব্রায়ানা ওয়ারেন, ট্রিনিটি কেনার্ড ও চারমেলা ট্রিগস। এর মধ্যে ওয়ারেন ও ট্রিগস এক হোটেলে অবস্থানকারী এক পুরুষকে যৌন উত্তেজনায় মাতিয়ে তোলেন। এ সময় ওই পুরুষের সঙ্গে ছিলেন তার আরও কয়েকজন বন্ধু। ওয়ারেন ও ট্রিগস তাদেরকে কোমল পানীয় পান করতে দেন। এরপরই তাদেরকে ট্রিনিটি কেনার্ড তার রুমে আহ্বান করেন। এ সময় অন্য দু’ নারী তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়। তারই ফাঁকে তারা দু’ পুরুষের
ডেক্স নিউজ : চুরির এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের দু’নারী। তারা দু’পুরুষের বহু মূল্যবান রোলেক্স ঘড়ি চুরি করেন। এখানেই শেষ নয়। এর সঙ্গে সঙ্গেই তারা সাধু সেজে যান। মুহূর্তেই লুকিয়ে ফেলেন ঘড়ি। কোথায় লুকালেন! অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল তারা ঘড়িগুলো রেখেছেন গোপনাঙ্গে। এরপর ধরা পড়ে যান তারা। এমন কাণ্ড ঘটানোর দায়ে আটক করা হয়েছে তিন নারীকে। তারা হলেন- ব্রায়ানা ওয়ারেন, ট্রিনিটি কেনার্ড ও চারমেলা ট্রিগস। এর মধ্যে ওয়ারেন ও ট্রিগস এক হোটেলে অবস্থানকারী এক পুরুষকে যৌন উত্তেজনায় মাতিয়ে তোলেন। এ সময় ওই পুরুষের সঙ্গে ছিলেন তার আরও কয়েকজন বন্ধু। ওয়ারেন ও ট্রিগস তাদেরকে কোমল পানীয় পান করতে দেন। এরপরই তাদেরকে ট্রিনিটি কেনার্ড তার রুমে আহ্বান করেন। এ সময় অন্য দু’ নারী তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়। তারই ফাঁকে তারা দু’ পুরুষের হাত থেকে খুলে নেয় দু’টি রোলেক্স ঘড়ি। এর একটির দাম ১২ হাজার ডলার। অন্যটির দাম ৪ হাজার ডলার। ঘড়ি হস্তগত হওয়ার পর পরই দু’নারী ঘটনাস্থল থেকে সরে পড়ে। যখন দু’পুরুষ টের পান তাদের ঘড়ি চুরি গেছে তখন চারদিকে হুলস্থূল কাণ্ড ঘটে যায়। ঘটনার শিকার দু’পুরুষ যান হোটেল কর্তৃপক্ষের কাছে। তারাও সহায়তার হাত বাড়িয়ে দেন। কারণ, তা না হলে তাদেরও যে দুর্নাম হবে। ফলে তারা ধারণ করা ভিডিও ফুটেজ পরীক্ষা করলেন। তাতে ধরা পড়ে দু’নারী তাদের গোপনাঙ্গে কিছু একটা লুকাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদের খোঁজ শুরু হয়ে গেল। আটক করা হলো। এখন তারা শ্রীঘরে। তাদের বিচার চলছে।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014