বিনোদন ডেক্স: ক্যাটরিনা কাইফের চেয়ে নবাগত ইসাবেলা মেধাবী। ‘ড. ক্যাবি’ ছবিতে ক্যাটের ছোটবোন ইসাবেলার প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। জানা গেছে, নিজের প্রযোজিত ছবিতে ক্যাটের অনুরোধেই ইসাবেল কাইফকে অন্তর্ভুক্ত করেছেন সালমান।
সম্প্রতি কানাডায় ‘ড. ক্যাবি’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি, ক্যাটরিনার চেয়ে ইসাবেল বেশি মেধাবী’। ইসাবেল সম্পর্কে এই মন্তব্য ক্যাটরিনা হয়তো ভালো ভাবে নেবেন না বলেও জানান। খবর ইন্ডিয়া টুডে।
‘ড. ক্যাবি’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসাবেলের সঙ্গে নাচতেও দেখা গেছে সালামানকে।
‘ড. ক্যাবি’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসাবেল কাইফ, কুনাল নায়ার, লিলি সিং, বিনয় বিরমনি প্রমুখ। ছবিটি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
এদিকে ইংরেজি ভাষায় নির্মিত
বিনোদন ডেক্স: ক্যাটরিনা কাইফের চেয়ে নবাগত ইসাবেলা মেধাবী। ‘ড. ক্যাবি’ ছবিতে ক্যাটের ছোটবোন ইসাবেলার প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। জানা গেছে, নিজের প্রযোজিত ছবিতে ক্যাটের অনুরোধেই ইসাবেল কাইফকে অন্তর্ভুক্ত করেছেন সালমান।
সম্প্রতি কানাডায় ‘ড. ক্যাবি’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি, ক্যাটরিনার চেয়ে ইসাবেল বেশি মেধাবী’। ইসাবেল সম্পর্কে এই মন্তব্য ক্যাটরিনা হয়তো ভালো ভাবে নেবেন না বলেও জানান। খবর ইন্ডিয়া টুডে।
‘ড. ক্যাবি’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসাবেলের সঙ্গে নাচতেও দেখা গেছে সালামানকে।
‘ড. ক্যাবি’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসাবেল কাইফ, কুনাল নায়ার, লিলি সিং, বিনয় বিরমনি প্রমুখ। ছবিটি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
এদিকে ইংরেজি ভাষায় নির্মিত ‘ড. ক্যাবি’ ছবি হিন্দিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক ভাষায় ডাবিং করে ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন সালমান খান।
‘ডক্টর ক্যাবি’ ছবিটি প্রযোজনার মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেতা। ছবিটির পরিচালক কানাডীয় চলচ্চিত্র নির্মাতা জ্যঁ-ফ্রাসোয়া পলিয়ট।