ব্রিটিশ তরুণী মৎস্যকন্যায় পরিণত

02

শাহজাদপুর সংবাদ ডটকমঃ মৎস্যকন্যার কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু বাস্তবে কেউ কখনো দেখিনি। এবার দেখা যাবে। এমিলি কেট নামে ১৯ বছর বয়সের এক ব্রিটিশ তরুণী পেশাদারি মৎস্যকন্যা হবেন। তিনি নিজেকে অর্ধমানবী ও অর্ধমৎস্য সাজিয়ে সাঁতার কাটায় প্রশিক্ষণ নিচ্ছেন। ‘দ্য লিটল মারমেড’ গল্পের মৎস্যকন্যা অ্যারিয়েলের মতো পায়ে ৬ ফুট লম্বা লেজ লাগিয়ে এবং মাথার চুল লাল রঙ করে তিনি চার ঘণ্টা করে প্রতিদিন সাঁতার কাটেন। তিনি বলেন, পায়ে মাছের লেজ লাগিয়ে সাঁতারে দক্ষতা অর্জন বেশ কঠিন। কলেজের শিক্ষাজীবন শেষ করার পর তিনি পেশাদার মৎস্যকন্যা হওয়ার সিদ্ধান্ত নেন। শিশুদের সাথে পার্টিতে যাওয়া, মডেলিং করা অথবা সমুদ্র সৈকত পরিষ্কার করাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ব্রিটেনের কর্নওয়ালের ওয়েডব্রিজের অধিবাসী এই জলকন্যা বলেন, আমি নিজেকে এখন মৎস্যকন্যা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। ছোটবেলা থ

শাহজাদপুর সংবাদ ডটকমঃ মৎস্যকন্যার কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু বাস্তবে কেউ কখনো দেখিনি। এবার দেখা যাবে। এমিলি কেট নামে ১৯ বছর বয়সের এক ব্রিটিশ তরুণী পেশাদারি মৎস্যকন্যা হবেন। তিনি নিজেকে অর্ধমানবী ও অর্ধমৎস্য সাজিয়ে সাঁতার কাটায় প্রশিক্ষণ নিচ্ছেন। ‘দ্য লিটল মারমেড’ গল্পের মৎস্যকন্যা অ্যারিয়েলের মতো পায়ে ৬ ফুট লম্বা লেজ লাগিয়ে এবং মাথার চুল লাল রঙ করে তিনি চার ঘণ্টা করে প্রতিদিন সাঁতার কাটেন। তিনি বলেন, পায়ে মাছের লেজ লাগিয়ে সাঁতারে দক্ষতা অর্জন বেশ কঠিন। কলেজের শিক্ষাজীবন শেষ করার পর তিনি পেশাদার মৎস্যকন্যা হওয়ার সিদ্ধান্ত নেন। শিশুদের সাথে পার্টিতে যাওয়া, মডেলিং করা অথবা সমুদ্র সৈকত পরিষ্কার করাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ব্রিটেনের কর্নওয়ালের ওয়েডব্রিজের অধিবাসী এই জলকন্যা বলেন, আমি নিজেকে এখন মৎস্যকন্যা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। ছোটবেলা থেকেই পৌরাণিক কাহিনীর প্রতি আমার আগ্রহ ছিল। তখন আমি পরী হতে চেয়েছিলাম। পরীদের পোশাক ও পাখা বানানো গেলেও ওই পাখা দিয়ে ওড়া যায় না। তাই পরী হওয়া হলো না আমার। কিন্তু মৎস্যকন্যার লেজ দিয়ে পানিতে সাঁতার কাটা যায়। মৎস্যকন্যা সেজে শিশুদের আনন্দ দেয়ার পাশাপাশি আমি ওদেরকে সমুদ্রদূষণ রোধে প্রশিক্ষণ দেবো। ডেইলি মেইল।