হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ,হর্ষবর্ধনের টুইট

03

শাহজাদপুর সংবাদ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণতন্ত্রের আলোকবর্তিকা’ বলে অভিহিত করলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ ট্যুইটে হাসিনাকে ‘বলিষ্ঠ সমাজ সংস্কারক’ হিসেবে অভিহিত করে হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন হর্ষবর্ধন৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফরে হর্ষবর্ধন গত সপ্তাহে ঢাকা আসেন ৷ গত মঙ্গলবার ওই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সহযোগিতা চান বলে তিনি মন্তব্য করেন৷ স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে৷

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মন্ত্রীর এই উচ্ছ্বাস৷ তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনার সঙ্গে

শাহজাদপুর সংবাদ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণতন্ত্রের আলোকবর্তিকা’ বলে অভিহিত করলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ ট্যুইটে হাসিনাকে ‘বলিষ্ঠ সমাজ সংস্কারক’ হিসেবে অভিহিত করে হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন হর্ষবর্ধন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফরে হর্ষবর্ধন গত সপ্তাহে ঢাকা আসেন ৷ গত মঙ্গলবার ওই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সহযোগিতা চান বলে তিনি মন্তব্য করেন৷ স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে৷ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মন্ত্রীর এই উচ্ছ্বাস৷ তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আমি সম্মানিত বোধ করছি৷ তিনি গণতন্ত্রের আলোকবর্তিকা, বলিষ্ঠ একজন সমাজ সংস্কারকও৷ তার পরেও তিনি খুব বিনয়ী, ভদ্র’৷- ওয়েবসাইট।