চৌহালীতে ছেলে-মেয়েরা শ্বাসরোধ করে হত্যা করেছে বাবাকে

শাহজাদপুর সংবাদ ডটকম, চৌহালীঃ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বাবাকে তার ছেলে-মেয়েরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুর রহমান শিকদার (৬১) চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। নিহতের বড় ছেলের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।
আব্দুর রহমান শিকদারের বড় ছেলে জেহের শিকদারের অভিযোগ, শুধু আমাকে বঞ্চিত করে ১৫ দিন আগে বাপের প্রায় ৩০/৪০ বিঘা সম্পত্তি ছোট তিন ভাই ও তিন বোন গোপনে রেজিষ্ট্রি করে নেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আগামী শনিবার গ্রামে শালিস হওয়ার কথা ছিল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্ধারিত ওই শালিসের আগেই ভাইবোনেরা মিলে বাবাকে শ্বাসরোধে হত্যা করেছে।
চৌহালী থানার উপ-পরিদর্শক শামছুল আলম জানান, আজ দুপুর দেড়টার দিকে আব্দুর রহমান শিকদারের মৃত্যু হয়। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। সম্পত্তির রেজিষ্ট্রি করা নিয়ে নিহতের ছেলে মেয়েদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মৃত্যুর ঘটনাটি অনেকটা রহস্যজনক। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। বড় ছেলের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একট

শাহজাদপুর সংবাদ ডটকম, চৌহালীঃ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বাবাকে তার ছেলে-মেয়েরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুর রহমান শিকদার (৬১) চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। নিহতের বড় ছেলের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। আব্দুর রহমান শিকদারের বড় ছেলে জেহের শিকদারের অভিযোগ, শুধু আমাকে বঞ্চিত করে ১৫ দিন আগে বাপের প্রায় ৩০/৪০ বিঘা সম্পত্তি ছোট তিন ভাই ও তিন বোন গোপনে রেজিষ্ট্রি করে নেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আগামী শনিবার গ্রামে শালিস হওয়ার কথা ছিল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্ধারিত ওই শালিসের আগেই ভাইবোনেরা মিলে বাবাকে শ্বাসরোধে হত্যা করেছে। চৌহালী থানার উপ-পরিদর্শক শামছুল আলম জানান, আজ দুপুর দেড়টার দিকে আব্দুর রহমান শিকদারের মৃত্যু হয়। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। সম্পত্তির রেজিষ্ট্রি করা নিয়ে নিহতের ছেলে মেয়েদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মৃত্যুর ঘটনাটি অনেকটা রহস্যজনক। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। বড় ছেলের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তে হত্যাকান্ডের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।