নিষেধাজ্ঞা কাটিয়ে এশিয়ানে ফিরছেন সাকিব

02

শাহজাদপুর সংবাদ ডটকমঃ নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন দেশ-সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ান গেমসের খেলায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সোহাগ গাজীর বদলে সাকিবের খেলার সম্ভাবনার কথা আগেই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সেই সূত্রেই সাকিবকে দলে নেওয়া হয়েছে।এ ছাড়া পেসার আল আমিন হোসেনের জায়গায় ডাক পেয়েছেন রুবেল হোসেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বাদ পড়েছেন আল আমিন হোসেন।এশিয়ানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।উল্লেখ্য, এশিয়ান গেমসের সর্বশেষ আসরে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক লাভ করে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ র

শাহজাদপুর সংবাদ ডটকমঃ নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন দেশ-সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ান গেমসের খেলায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সোহাগ গাজীর বদলে সাকিবের খেলার সম্ভাবনার কথা আগেই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সেই সূত্রেই সাকিবকে দলে নেওয়া হয়েছে।এ ছাড়া পেসার আল আমিন হোসেনের জায়গায় ডাক পেয়েছেন রুবেল হোসেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বাদ পড়েছেন আল আমিন হোসেন।এশিয়ানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।উল্লেখ্য, এশিয়ান গেমসের সর্বশেষ আসরে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক লাভ করে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।     শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014