বিদায়ের পথে নকিয়া!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ  মোবাইল ফোনের বাজারে এক সময়ের জনপ্রিয় ‘নকিয়া’ ব্র্যান্ডটি স্বনামে আর বাজারে আসবে না। নাম পরিবর্তনের কারণে মোবাইলের বাজার থেকে বিদায় নিচ্ছে নকিয়া ব্র্যান্ড। এ বছরের এপ্রিলে নকিয়া মোবাইলকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কিনে নিয়ে নকিয়া নামে এখন পর্যন্ত ফোন বাজারজাত করলেও, আগামীতে নকিয়া নামটি মাইক্রোসফট বাদ দিতে যাচ্ছে বলে খবরে জানিয়েছে বিজনেস ইনসাইডার। নকিয়ার পরিবর্তে মাইক্রোসফট নিজস্ব নামে স্মার্টফোন বাজারজাত করবে বলে ধারণা করা হচ্ছে।
গিক অন গ্যাজেটস নামের প্রযুক্তিবিষয়ক একটি ব্লগে মাইক্রোসফটের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। মাইক্রোসফটের পরিকল্পনার ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে তা সঠিক বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।



এছাড়া সম্প্রতি ফ্রেঞ্চ ওয়েবসাইট নাউহেয়ারএলস ডটএফআরে মাইক্রোসফটের আসন্ন স্মার্টফোনের ডিসপ্লের ছবি ফাঁসের দাবী করা হয়েছে। ওই ছবিতে ব্র্যান্ড হিসেবে ‘মাইক্

শাহজাদপুর সংবাদ ডটকমঃ  মোবাইল ফোনের বাজারে এক সময়ের জনপ্রিয় ‘নকিয়া’ ব্র্যান্ডটি স্বনামে আর বাজারে আসবে না। নাম পরিবর্তনের কারণে মোবাইলের বাজার থেকে বিদায় নিচ্ছে নকিয়া ব্র্যান্ড। এ বছরের এপ্রিলে নকিয়া মোবাইলকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কিনে নিয়ে নকিয়া নামে এখন পর্যন্ত ফোন বাজারজাত করলেও, আগামীতে নকিয়া নামটি মাইক্রোসফট বাদ দিতে যাচ্ছে বলে খবরে জানিয়েছে বিজনেস ইনসাইডার। নকিয়ার পরিবর্তে মাইক্রোসফট নিজস্ব নামে স্মার্টফোন বাজারজাত করবে বলে ধারণা করা হচ্ছে। গিক অন গ্যাজেটস নামের প্রযুক্তিবিষয়ক একটি ব্লগে মাইক্রোসফটের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। মাইক্রোসফটের পরিকল্পনার ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে তা সঠিক বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এছাড়া সম্প্রতি ফ্রেঞ্চ ওয়েবসাইট নাউহেয়ারএলস ডটএফআরে মাইক্রোসফটের আসন্ন স্মার্টফোনের ডিসপ্লের ছবি ফাঁসের দাবী করা হয়েছে। ওই ছবিতে ব্র্যান্ড হিসেবে ‘মাইক্রোসফট’ দেখা গিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের দাবী, মাইক্রোসফট সম্প্রতি নকিয়া ব্র্যান্ডিংয়ের আত্ততায় লুমিয়া ৭৩০, ৭৩৫ ও ৮৩০ এই তিনটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এই তিনটি স্মার্টফোনের পরের ফোনটি হবে মাইক্রোসফটের নিজস্ব ব্র্যান্ডিংয়ের। নতুন স্মার্টফোনে ‘মাইক্রোসফট’ লেখা ও উইন্ডোজের লোগো থাকতে পারে। নকিয়াকে ব্র্যান্ডিং থেকে সরিয়ে দিলেও লুমিয়া নামটিকে রেখে দিতে পারে মাইক্রোসফট।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014