'দ্য স্পাই' নিয়ে ফিরছেন অনন্ত!

ananta-jalil-6

এবারের ঈদটি যেন একেবারেই অনন্ত ভক্তদের গোমড়ামুখেই কাটলো। এই ঈদে অনন্তের কোন সিনেমা মুক্তি না পেলেও নতুন সিনেমার কাজ শুরু করেছেন অনন্ত জলিল। নিজের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার নাম রাখা হয়েছে 'দ্য স্পাই'।
সম্পূর্ণ অ্যাকশনধর্মী এই সিনেমার গল্প গড়ে উঠেছে দেশপ্রেমকে কেন্দ্র করে। যথারীতি এই সিনেমাতেও অনন্তর বিপরীতে যথারীতি অভিনয় করছেন বর্ষা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, 'আমার প্রতিটি সিনেমাতেই বিনোদনের পাশাপাশি দর্শকদের জন্য সামাজিক কিছু বক্তব্য থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না।"
এরই মধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে, চিত্রনাট্য তৈরির কাজও প্রায় শেষের পথে। গল্পের পাশাপাশি এবারও সিনেমার গানের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে। খুব শিগগির শুরু হবে গান রেকর্ডিং। সিনেমাটি নির্মিত হবে অনন্তর প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের ব্যানারে।

এবারের ঈদটি যেন একেবারেই অনন্ত ভক্তদের গোমড়ামুখেই কাটলো। এই ঈদে অনন্তের কোন সিনেমা মুক্তি না পেলেও নতুন সিনেমার কাজ শুরু করেছেন অনন্ত জলিল। নিজের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার নাম রাখা হয়েছে 'দ্য স্পাই'। সম্পূর্ণ অ্যাকশনধর্মী এই সিনেমার গল্প গড়ে উঠেছে দেশপ্রেমকে কেন্দ্র করে। যথারীতি এই সিনেমাতেও অনন্তর বিপরীতে যথারীতি অভিনয় করছেন বর্ষা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, 'আমার প্রতিটি সিনেমাতেই বিনোদনের পাশাপাশি দর্শকদের জন্য সামাজিক কিছু বক্তব্য থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না।" এরই মধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে, চিত্রনাট্য তৈরির কাজও প্রায় শেষের পথে। গল্পের পাশাপাশি এবারও সিনেমার গানের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে। খুব শিগগির শুরু হবে গান রেকর্ডিং। সিনেমাটি নির্মিত হবে অনন্তর প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের ব্যানারে। অনন্ত আরও বলেন, 'চলতি বছরের শেষদিকে দেশের বাইরে শুটিং শুরু করব। দর্শকদের একটি আন্তর্জাতিক মানের ছবি উপহার দিতে।