গরুর নাম ‘যুবরাজ’ দাম ৭ কোটি রুপি

Cow

ভাবা যায়, একটি গরুর দাম ৭ কোটি রুপি! বুঝতেই পারছেন, গরুটি নিশ্চয় দৈত্যাকার। হ্যাঁ, সত্যিই- এর ওজন ১ হাজার ৪০০ কিলোগ্রাম। এত বড় গরু সচারচার দেখা যায় না।
শুক্রবার ভারতের মেরুতে ‘সর্বভারতীয় গরু প্রদর্শনী’-তে গরুটি আনা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে এটি। এর নাম রাখা হয়েছে যুবরাজ।
প্রদশর্নীতে আনার পর সেখানে এর দাম ওঠে ৭ কোটি রুপি। কিন্তু এর মালিক তাতে রাজি হননি। তিনি বলেছেন, যুবরাজকে প্রদর্শন করে তিনি বছরে প্রায় ৫০ লাখ রুপি আয় করেন।
তিনি আরো বলেন, যদিও যুববাজের জন্য আমার খরচ কম হয় না, তারপরও একে আমি ছাড়তে চাই না। ও আমার সবচেয়ে বড় সম্পদ। ওকে আমি আমার ছেলের মতো ভালোবাসি।
যুবরাজকে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভীড় জমায়। এর মালিক আরো জানায়, বাড়িতে থাকলেও লোক আসে। আর প্রদর্শনীতে নিয়ে গেলে তো কথা-ই নেই। লোকজন ভীড় করে থাকে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলা

ভাবা যায়, একটি গরুর দাম ৭ কোটি রুপি! বুঝতেই পারছেন, গরুটি নিশ্চয় দৈত্যাকার। হ্যাঁ, সত্যিই- এর ওজন ১ হাজার ৪০০ কিলোগ্রাম। এত বড় গরু সচারচার দেখা যায় না। শুক্রবার ভারতের মেরুতে ‘সর্বভারতীয় গরু প্রদর্শনী’-তে গরুটি আনা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে এটি। এর নাম রাখা হয়েছে যুবরাজ। প্রদশর্নীতে আনার পর সেখানে এর দাম ওঠে ৭ কোটি রুপি। কিন্তু এর মালিক তাতে রাজি হননি। তিনি বলেছেন, যুবরাজকে প্রদর্শন করে তিনি বছরে প্রায় ৫০ লাখ রুপি আয় করেন। তিনি আরো বলেন, যদিও যুববাজের জন্য আমার খরচ কম হয় না, তারপরও একে আমি ছাড়তে চাই না। ও আমার সবচেয়ে বড় সম্পদ। ওকে আমি আমার ছেলের মতো ভালোবাসি। যুবরাজকে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভীড় জমায়। এর মালিক আরো জানায়, বাড়িতে থাকলেও লোক আসে। আর প্রদর্শনীতে নিয়ে গেলে তো কথা-ই নেই। লোকজন ভীড় করে থাকে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।