এনামুলের নেতৃত্বে কলকাতায় যাচ্ছে বিসিবি একাদশ

500x350_5e1e4d1de6ea6c8f1067e8c74a7008e5_images_54859

কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে ১৫ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে।

বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো কলকাতায় শক্তিশালী একটি দলই পাঠানো হবে। সেই কথা মতো এনামুল ছাড়াও নাসির হোসেন, তাসকিন আহমেদ ও নাঈম ইসলামদের নিয়ে মোটামুটি শক্তিশালী দলই নির্বাচন করেছেন নির্বাচকরা।

প্রসঙ্গত, বিসিবি একাদশ ছাড়া আরও তিনটি দল অংশ গ্রহণ করবে টুর্নামেন্টে। টুর্নামেন্টের অপর দলগুলো হলো কর্ণাটক, এমসিসি ও মুম্বাই।

বিসিবি একাদশ : আনামুল হক বিজয় (অধিনা

কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে ১৫ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে। বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো কলকাতায় শক্তিশালী একটি দলই পাঠানো হবে। সেই কথা মতো এনামুল ছাড়াও নাসির হোসেন, তাসকিন আহমেদ ও নাঈম ইসলামদের নিয়ে মোটামুটি শক্তিশালী দলই নির্বাচন করেছেন নির্বাচকরা। প্রসঙ্গত, বিসিবি একাদশ ছাড়া আরও তিনটি দল অংশ গ্রহণ করবে টুর্নামেন্টে। টুর্নামেন্টের অপর দলগুলো হলো কর্ণাটক, এমসিসি ও মুম্বাই। বিসিবি একাদশ : আনামুল হক বিজয় (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, আরাফাত সানী, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও মুক্তার আলী।