অমিতাভ বচ্চন, যিনি বিগ বি নামে এখন অধিক পরিচিত। হুইল চেয়ারে এখন দিন কাটছে তোর। প্রায় সারাক্ষণ মগ্ন থাকছেন দাবা খেলায়৷
ভয়ের কিছু নেই৷ সম্পূর্ণ সুস্থ তিনি৷ তবু পরিচালক বিজয় নামবিয়া প্যাক আপ না বলা অবধি চেয়ার ছেড়ে উঠতে পারছেন না অমিতাভ বচ্চন৷ বিধুবিনোদ চোপড়ার প্রযোজনায় ডু ছবিতে অশীতিপর-অসুস্থ দাবাড়ুর চরিত্রে অভিনয় করছেন অমিতাভ৷ এটিএস অফিসারের ভূমিকায় ফারহান আখতার৷ ছবির নায়িকা অদিতি রাও হায়দারি৷ সূত্র : ওয়েবসাইট।
সম্প্রতি দিল্লির পুরানো কেল্লার ঐতিহাসিক হাউস খাস ও কেল্লা-ই-কুহনায় ছবিটির শুটিং শুরু হয়৷ ফারহানের সঙ্গে চা খেতে খেতে দাবা খেলছেন অমিতাভ বচ্চন৷
বিধুর দাবি, ডু-তে ফের এক চ্যালেঞ্জ
অমিতাভ বচ্চন, যিনি বিগ বি নামে এখন অধিক পরিচিত। হুইল চেয়ারে এখন দিন কাটছে তোর। প্রায় সারাক্ষণ মগ্ন থাকছেন দাবা খেলায়৷
ভয়ের কিছু নেই৷ সম্পূর্ণ সুস্থ তিনি৷ তবু পরিচালক বিজয় নামবিয়া প্যাক আপ না বলা অবধি চেয়ার ছেড়ে উঠতে পারছেন না অমিতাভ বচ্চন৷ বিধুবিনোদ চোপড়ার প্রযোজনায় ডু ছবিতে অশীতিপর-অসুস্থ দাবাড়ুর চরিত্রে অভিনয় করছেন অমিতাভ৷ এটিএস অফিসারের ভূমিকায় ফারহান আখতার৷ ছবির নায়িকা অদিতি রাও হায়দারি৷ সূত্র : ওয়েবসাইট।
সম্প্রতি দিল্লির পুরানো কেল্লার ঐতিহাসিক হাউস খাস ও কেল্লা-ই-কুহনায় ছবিটির শুটিং শুরু হয়৷ ফারহানের সঙ্গে চা খেতে খেতে দাবা খেলছেন অমিতাভ বচ্চন৷
বিধুর দাবি, ডু-তে ফের এক চ্যালেঞ্জিং রোলে দেখা যাবে বিগ বি'কে৷ শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ায় হাঁটাচলা করতে পারেন না প্রাক্তন এই ‘চেস-মাস্টার'৷ ৭২ বছরের জন্মদিন পালনের পাঁচদিন পর থেকেই নতুন এই ছবিতে পুরোপুরি মনঃসংযোগ করেছেন অমিতাভ বচ্চন৷ আগামী বছর মুক্তি পাবে ড'৷ অন্যদিকে ‘ভাগ মিলখা ভাগ'-এর পর এই ছবিতে সম্পূর্ণ নতুন লুকে ফারহান৷ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সময় বেশ টেনশনে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি৷